জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ, অবিভাবক ও শিক্ষকবৃন্দ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সিরাজুল ইসলাম মীর, সাবেক শিক্ষক শওকত হোসেন, সহকারি শিক্ষক মনিরুজ্জামান, অবিভাবক আবুল কালাম তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ম্যানেজিং কমিটিকে পাশকাটিয়ে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম করে আসছে। প্রধান শিক্ষক স্কুলের দ্বিতীয় তলার তিনটি রুম দখল করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। এছাড়াও তার বড় ছেলে ইমন স্কুল ক্যাম্পাসের অভ্যন্তরে একটি মেয়ের সাথে অনৈতিক কাজের সময স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে এবং পরে জেল খেটে সেই মেয়েকে বিবাহ করে।
এছাড়াও অভিযোগ আছে যে প্রধান শিক্ষক বিগত সরকার দলীয় লোক হওয়ায় স্কুলে প্রভাব খাটাতেন। স্থানীয় অবিভাবকদের অভিযোগ, বিধিবহির্ভূতভাবে প্রধান শিক্ষক তার স্ত্রীকে চাকুরী দেন। এছাড়াও স্কুলে কয়েকটা নিয়োগ দিয়ে অনেক টাকা হাতিয়ে নেন।
একাধিক সূত্র থেকে জানা যায়, প্রধান শিক্ষকের স্ত্রী স্কুলে নিয়মিত পাঠদান না করে মাঝে মাঝে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে যান। এলাকা বাসীর দাবি, এই মুহুর্তে নিরপেক্ষ সরকার যেন তার অপরাধের সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যাবস্থা গ্রহন করে।
এ বিষয়ে প্রধান শিক্ষক নেছার উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি ২০১১ সাল থেকে অত্র বিদ্যালয়ে কর্মরত আছে। এই সময়ে শ্রম ও মেধা দিয়ে বিদ্যালয়টিকে তিলেতিলে গড়ে তুলছি। একদল লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। স্ত্রীর নিয়োগের বিষয়ে তিনি বলেন আমার স্ত্রী এমপিওভুক্ত শিক্ষক নন। এজন্যই তিনি মাঝেমধ্যে আসেন। তিনি হাইকোর্টে একটি রিট করেছেন যার আইনিভাবে ফয়সালা হবে। রুম দখলের বিষয়ে তিনি বলেন, এটা ততকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজুলেশন করে থাকার অনুমতি দিয়েছিলেন দিয়েছিলেন।এখন তিনি ভাড়া বাসায় থাকছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম স্কুলটি পরিদর্শন করে সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন।এসময় তিনি সাংবাদিকদের বলেন, স্কুলের শিক্ষার পরিবেশ যাতে ব্যহত না হয় সেদিকে সকলের লক্ষ রাখতে হবে। এখানে কোন অনিয়ম হয়ে থাকে তদন্ত করে সুষ্ঠু সমাধান করা হবে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply