মো: মুন্না শেখ (কচুয়া প্রতিনিধি )
শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয় জনপ্রিয় খেলা ফুটবল । অনেক দিন ধরে মসনি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ফুটবল খেলা বন্ধ ছিলো আর এই খেলা বন্ধ থাকার কারনে যুব সমাজ ধংশের দিকে চলে যায়।
আর তাই মসনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ দাশকে সভাপতি করে কচুয়া থানা ও বাধাল ইউনিয়ানের নেতা কর্মী।
কচুয়া উপজেলার যুবদলের আহ্বায়ক অলিউর রসুল, সদস্য সচিব মহিউদ্দিন,অন্যতম যুবনেতা নুরুল আমিন শেখ রাহুল, শাকিব,জিয়া,বাহার, এনামুল,
ছাত্রনেতা সোহেল ডাকুয়া, মেহেদী হাসান,শ্রমিক দল নেতা মান্নান সহ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতা মো: মুন্না শেখ সহ আরো অনেকেই উপস্থিত থেকে আগামী দিন গুলো সুন্দর হয় মাদক থেকে বিরতি থাকে তাই এই খেলা আয়োজন করেন।
সুন্দর মনরম পরিবেশে খেলা দেখতে পেরে এলাকাবাসী ও অনেক সুন্দর ভাবে উপভোগ করেন। তারা বলেন এত সুন্দর ভাবে খেলা দেখতে পেয়ে তার আনন্দিত এই যে খেলার জন্য উদ্যোগ যেন চলমান থাকে এবং সমাজ কে মাদক ও সন্ত্রাসী মুক্ত করে সুন্দর একটা সমাজ উপহার দিতে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply