আরিফুল ইসলাম ঃ
পিরোজপুর সদরের ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার প্রয়োজনীয়তা ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য ছাত্রদের সচেতনতা সৃষ্টি ও তাদের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল ম্যাচটির উদ্বোধন করেন। খেলায় হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা ট্রাইব্রেকারে সাবেক শিক্ষার্থীদের দলকে পরাজিত করে। উক্ত খেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক জনাব মাসুম বিল্লাহ তার প্রধান অতিথীর বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এবং ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সব সময় সচেতন থাকতে হবে,ও পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ এর পরামর্শ দেন।