মো:মুন্না শেখ (কচুয়া, প্রতিনিধি।।
কচুয়ার আলোচিত মুক্ত হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই আসামি র ্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র ্যাব) এর হাতে গ্রেপ্তার হয়েছে।
২৬ (অক্টোবর) শনিবার র ্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র ্যাব) – ৬ এর একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদরের শালতলা মন্দিরের পিছনে আবু হোসেন তালুকদার এর একটি ৫ তলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে রাত ৮ পর্যন্ত অভিযান চালিয়ে ৫ তলার ঐ ভবন থেকে তাদের আটক করা হয়। এসময় ঐ ভবনের তালা মারা একটি রুমের মধ্যে আসামিরা পলাতক অবস্থায় ছিলেন। র ্যাব সদস্যরা তালা ভেঙ্গে ফ্লাটের মধ্যে প্রবেশ করে রবিউল ইসলাম সাদ্দাম (৩২) ও সুমন দেবনাথ (৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল বলেন, মুক্ত হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই আসামিকে র ্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র ্যাব) এর একটি দল গ্রেফতার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply