সাদী মোঃ হিমেল ঃ
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে এক ঘন্টার জন্য দায়িত্ব পালন করেছে সপ্তম শ্রেণীর এক ছাত্রী। তার নাম নাফসুন নাজাহ।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে ওই শিক্ষার্থী। এর আগে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদ্যালয় এর বর্তমান প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার।
জানা যায় আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত গার্লস টেকওভার কর্মসূচির অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
বিদ্যালয়টির সর্বোচ্চ পদের দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে নাফসুন। এ সময় নাফসুন বলে, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক রাখতে হবে। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ সেটা তাদের বোঝাতে হবে।
নাফসুন আরও বলে, শিক্ষার্থীরা মাদক, সাইবার ক্রাইম, ইভটিজিংসহ কোন খারাপ কাজে যেন না জড়ায় সেজন্য তাদের এসবের ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে নাফসুন বলে, শিক্ষার্থীরা ক্লাসে ঠিকমত আসছে কিনা, ড্রেসকোড মেইনটেন করছে কিনা, লেখাপড়ায় উন্নতি করছে কিনা সেসব বিষয় শিক্ষকদের খেয়াল দিতে হবে।
শিক্ষার্থীদের উন্নয়নের জন্য শিক্ষকদের অভিভাবকদের সাথে নিয়মিত মিটিং করার আহ্বান জানান নাফসুন।
ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) এর একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায় 'গার্লস টেকওভার' ইয়েস বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনালের একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেক ওভার কর্মসূচির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে ইয়েস বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
সমাজের নেতৃত্বাধীন যে জায়গাগুলোতে নারী বা মেয়েদের খুব কম দেখা যায় কিংবা তাদের সাফল্যের কথা কম শোনা যায় সে জায়গাগুলোতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য যাতে মেয়েরা তুলে ধরতে পারে সেই আত্মবিশ্বাস তৈরীর সুযোগ করে দেওয়াই গার্লস টেকওভার কর্মসূচির মূল উদ্দেশ্য।
পিরোজপুরে আয়োজিত এ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যরা।