নুরুজ্জামান খোকন (উপজেলা প্রতিনিধি)
অদ্য ১৯ অক্টোবর, (রবিবার) ২০২৪ তারিখ দুপুর ২:০০ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী উপজেলাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী শহরের উত্তর বাজার এলাকায় কাউখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক দেবাশীষ রায়। তিনি বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর খাবার,পচা ডিম এবং পণ্যের গুণগত মান খারাপ হওয়া সহ বিভিন্ন অপরাধে কাউখালী ব্রাক অফিস সংলগ্ন লিমন স্টোর কে ৩ হাজার টাকা, মিতালী ভান্ডারকে ২ হাজার টাকা, উত্তর বাজার সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোর কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি অফিসার মোঃ ইলিয়াস বিপ্লব এবং কাউখালী থানার এসআই কামরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
পরিশেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমাদের এ অভিযান চলমান আছে এবং থাকবে।