(নুরুজ্জামান খোকন)
পিরোজপুরের কাউখালী উপজেলাধীন,কাউখালী- নৈকাঠী মহাসড়কে ৩নং সদর ইউনিয়নের বিড়ালজুরী গ্রাম সংলগ্ন কালভার্টের সন্মুখে "খুশি এন্টারপ্রাইজ" নামে একটি মালবাহী ট্রলি রাস্তার পাশে পড়ে যায়।
অদ্য ২০ অক্টোবর (রবিবার) আনুমানিক সকাল ১১টার সময়, কাউখালী থেকে ট্রলিটি ২০০০( দুই হাজার)ইট নিয়ে হুলারহাটের উদ্দেশ্যে নৈকাঠী হয়ে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কারণ সম্পর্কে ট্রলিটির চালক লিটু জানান, চলন্ত অবস্থায় ট্রলিটির চাঁকা খুলে যাওয়ায়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এ ঘটনায় চালকসহ ২জন আহত হয়।
বর্তমানে কাউখালীতে একাধিক পুরাতন ফিটনেসবিহীন ও লাইসেন্স বিহীন এ সকল মালবাহী ট্রলি দেখতে পাওয়া যায়, এছাড়াও ধারণ ক্ষমতার বাইরে মাল বহন করে থাকেন, বিকট শব্দে হর্ন বাজানো সহ ইঞ্জিনের কালো ধোঁয়ায় বায়ু দূষণ হয়ে থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। প্রশিক্ষণ বিহীন চালক এবং ট্রলিতে অতিরিক্ত ইট ও গাছ বোঝাই বহনে গ্রাম অঞ্চলের ছোটখাটো রাস্তা ডেবে ও ভেঙ্গে যাওয়ায় জনসাধারণের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।