আরিফুল ইসলাম ঃ
“ছাত্র-জনতার অঙ্গীকার “নিরাপদ সড়ক হোক সবার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষ্যে পিরোজপুর সদর উপজেলাধীন হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে বিআরটিএ পিরোজপুর এর উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুম বিল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ পিরোজপুর এর সহকারী পরিচালক জনাব মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি জনাব মাসুম বিল্লাহ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। অন্যান্যদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব অজিৎ কুমার মন্ডল এবং সহকারী শিক্ষক জনাব আরিফুল ইসলাম। এরপর বিআরটিএ এর কর্মকর্তা বৃন্দ শিক্ষার্থীদের দিকনির্দেশনা বিষয়ক লিফলেট বিতরণ করেন এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়। যার মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের বিষয়ে অবহিত করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় নিরাপদ সড়ক বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সড়ক নিরাপদ রাখতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply