এম এ মাসুম বিল্লাহ, পিরোজপুর।
পিরোজপুরে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়,জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ২৬শে অক্টোবর(শনিবার) সকাল ১০- ঘটিকার সময়,গণ অধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে,জেলা কার্যালয়ে সংগঠনের ৩য় বার্ষিকী উদযাপন উপলক্ষে,কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে,সদর উপজেলার আহ্বায়ক মোঃ আলমগীর শিকদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন (সদস্য) কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ নাজমুল ইসলাম সোহাগ, সভাপতি গণ অধিকার পরিষদ পিরোজপুর জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন-হাকিম মোহাম্মদ কামাল হোসেন সহ-সভাপতি পিরোজপুর জেলা। মাওলানা কালিমুল্লাহ ইউসুফ সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা। মোঃ সাঈদ আকন সদস্য সচিব সদর উপজেলা, সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সবুর খানের তত্ত্বাবধানে ও মোস্তফা কামাল অপুর সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও কেক কাটার মধ্য দিয়ে আলোচনা শুরু করা হয়।
বক্তব্যে বলেন-গণ অধিকার পরিষদ বাংলাদেশের সকল জনগণের সার্বিক অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত,
এই সংগঠন ২০১৮ সাল থেকে কোটা আন্দোলনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে,জেল-জুলুম রক্ত ঝরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যুদ্ধ নয় আমরা শান্তি চাই, কোন ধ্বংসলীলা,অগ্নিসংযোগ, চাঁদাবাজি,গুম খুন ধর্ষণ, চোরাচালান-মাদক কারবারি প্রতিহত করাই আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, সকল শ্রেণীর মানুষের সার্বিক অধিকার আদায়ের লক্ষ্যেই গণ অধিকার পরিষদের সৃষ্টি।
অতঃপর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply