সাদী মোঃ হিমেল ঃ
বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় দানার ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এবং দুর্যোগকালীন সময়ে করণীয় নির্ধারণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্যোগকালীর সময় দুর্যোগকবলিত এলাকার লোকজন কী ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং সেগুলোর সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
সভায় জেলা পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন ,পিরোজপুরে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দুর্যোগকালীর সময় দুর্যোগকবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টারসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এছাড়াও দুর্যোগকবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, চাল ও শিশু খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply