শাহাদাত হোসেন (মাসুম) ঃ
পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলুর প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার ভোর রাতে পৌরসভার ঝাটকাঠি সড়কের পাশে বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. সোবহান হোসেন।
বিএনপি নেতা অহিদুজ্জামান লাভলু বলেন, “ভোরে হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি গাড়িতে আগুন জ্বলছে।তারপরে আমার ডাক-চিৎকার শুনে বাড়ির সবাই এগিয়ে আসে,এরপর সকলের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
“আগুন নেভানোর আগে গাড়ির দুটি চাকার টায়ার ও ভেতরের কিছু অংশ পুড়ে গেছে। তবে পুড়ো গাড়ি পুড়ে না গেলেও এটি অকেজো হয়ে গেছে।”
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন উদ্দেশ্যমূলকভাবে অহিদুজ্জামানের ক্ষতি করতে এমন ঘটনা ঘটিয়েছে। এমনকি তারা নিজেদের অবস্থান জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি সোবহান হোসেন বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply