সাগর মৃধা:
“মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ”এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস – ২০২৪ পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবির এর সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো:ইব্রাহিম খলীল এর সঞ্চালনায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
আরও বক্তব্য রাখেন –
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন হাওলাদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিরোজপুর প্রিয়ংবদা ভট্টাচার্য, প্রবীণ হিতৈষী সংঘ পিরোজপুর এর সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুল আলম প্রমূখ
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply