পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে,কচাঁ নদী থেকে জালসহ ১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
পিরোজপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।
অভিযান পরিচালনার সময় ১ জনকে আটক করা হয়। আটককৃত হলেন, আকাব্বার গাজী (৪৫),সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযানে আটককৃত ১ (এক) জন আসামীকে মোবাইল কোর্ট ৯ (নয়) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এ সময় পিরোজপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম (১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ খ্রি.) উপলক্ষে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধির জন্য অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply