মঠবাড়িয়া প্রতিনিধিঃ
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যসোসিয়েশন (ফারিয়া) পিরোজপুর জেলার বৃহত্তর মঠবাড়িয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রোজ শনিবার সদর হাসপাতালের অডিটোরিয়ামে রাত আটটায় উক্ত মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া ফারিয়ার নবনির্বাচিত সভাপতি মাসুদ ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপদেষ্টা মন্ডলীর অন্তর্ভুক্ত বিভিন্ন কোম্পানির ম্যানেজার বৃন্দ, নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মঠবাড়িয়া উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির সকল প্রতিনিধিগণ উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা আরম্ভ করা হয়। এরপর সাধারণ সম্পাদক সজীবুর রহমান নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দের পদবী অনুসারে নাম ঘোষণা করেন এবং সভার গৃহীত আলোচ্য বিষয়ে সম্পর্কে সকলকে অবহিত করেন। উক্ত অনুষ্ঠানে একপর্যায়ে মঠবাড়িয়া ফারিয়ার নবনির্বাচিত সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ এবং সভাপতি মাসুদ ফরাজী ,সাধারণ সম্পাদক সজীবুর রহমান সহ সকল স্তরের নেতা কর্মীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। উক্ত আলোচনা ও পরিচিতি সভায় ওষুধ প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন কে মঠবাড়িয়া উপজেলায় আরো অধিকতর শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মঠবাড়িয়া উপজেলা ফারিয়া সভাপতি মাসুদ ফরাজী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সবাই গৃহীত সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে তিনি অনুমোদন প্রদান করেন। সভাপতি মাসুদ ফরাজী তিনি তার বক্তব্যে মঠবাড়িয়া ফারিয়াকে সুশৃংখল এবং একটি শক্তিশালী সংগঠন রূপে প্রতিষ্ঠা করার লক্ষে গুরুত্বোরোপ করেন। উক্ত আলোচনা সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে তাদের স্ব স্ব পদবী অনুসারে দায়িত্ব বন্টন করে দেয়া হয়। অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে মঠবাড়িয়া ফারিয়ার প্রত্যেক সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। অদ্য সভায় গৃহীত সকল সিদ্ধান্ত উপস্থিত ওষুধ কোম্পানির সকল প্রতিনিধিগণ সর্বসম্মতিক্রমে সহমত পোষণ করেন এবং সংগঠনকে ভবিষ্যতে সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্য তারা সচেষ্টা থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply