শাহারিয়ার মোস্তফা কিঞ্জল:
সরকারি সোহরাওয়ার্দি কলেজে,পিরোজপুরে মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি জমকালো আয়োজনে কেরিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের কেরিয়ার ক্লাব আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করে অত্র কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের প্রভাষক মোহাম্মদ হাবিবুল্লাহ হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্নালাল রায়। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “আজকের প্রতিযোগিতামূলক যুগে কেরিয়ার প্ল্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনার শিক্ষার্থীদের সেই দিকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ইলিয়াস বেপারী ও মোহাম্মদ শাহাবুদ্দিন সিকদার উপস্থিত ছিলেন। তারা ব্যাংক জব, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন কেরিয়ারের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। সোনালী ব্যাংক পিরোজপুরের সিনিয়র ম্যানেজার,মোহাম্মদ নুর উদ্দিন খান সোহাগ ব্যাংক জব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাছাড়া EDGE এর ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষক দীনেশ সরকার ডিজিটাল মার্কেটিং শিখে জীবনে কতটা উন্নতি করা যায় সে বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন। তাছাড়া সরকারি সোহরাওয়ার্দী কলেজ,পিরোজপুরের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সেমিনারে শিক্ষার্থীরা ব্যাংক জব, ডিজিটাল মার্কেটিং, বিসিএস পরীক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষকদের কাছে প্রশ্ন করে এবং শিক্ষকরা প্রশ্নের যথাযথ উত্তর দেয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply