আরিফুল ইসলাম ঃ
পিরোজপুর সদরের ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে অদ্য ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আয়োজন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুম বিল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য জনাব আলমগীর শেখ এবং অভিভাবক সদস্য জনাব জামাল শেখ ও আলী আকবর ফকির, পিটিএ কমিটির সভাপতি জনাব কামাল শেখ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা , কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক তার বক্তৃতায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন বৈষম্য গুলো তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যুৎ সদস্য জনাব আলমগীর শেখ তার বক্তৃতায় সকলকে শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন সহ বৈষম্য বিহীন শিক্ষা ব্যবস্থা করার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীরা সকল শিক্ষকদেরকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করে। প্রধান শিক্ষক তাদের ধন্যবাদ প্রদানপূর্বক বর্তমান শিক্ষার্থীদের তাদের পথ অনুসরণের উপদেশ দেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply