(মঠবাড়িয়া প্রতিনিধি)
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া )পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ মঠবাড়িয়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল কাইয়ুম সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন(ফারিয়া) মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মাসুদ ফরাজী ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এ সময় সভাপতি মোঃ মাসুদ ফরাজী এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমান ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যাবলি উপজেলা নির্বাহী অফিসার নিকট তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম ওষুধ কোম্পানি প্রতিনিধিদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবি-দাওয়া ও সমস্যা সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন। উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ। সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে মঠবাড়িয়া ফারিয়ার সভাপতি মাসুদ ফরাজী এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমান উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কমর্তা আব্দুল কাইয়ুম কে মঠবাড়িয়া ফারিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।