(নুরুজ্জামান খোকন)
নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক স্থানীয় চিত্র উপস্থাপন ও মতামত বিষয়ে নারীর এগিয়ে চলা সংগঠনের উদ্দ্যোগে, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে, স্থানীয় ডিডিএস ফাউন্ডেশনের সহযোগিতায় ও ক্রীয়া দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
অদ্য ০৬ অক্টোবর২০২৪ (বুধবার) সকাল ১১:০০ ঘটিকার সময় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত মতামত বিষয়ক সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ইনচার্জ মোঃসোলায়মান। সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দীপ্ত কুন্ড। ৩নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন। সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান। ডিডিএস ফাউন্ডেশন সমন্বয়কারী,সুব্রত রায় এবং রেহেনা সামদানি নির্বাহী সদস্য (কোষাধক্ষ) নারী কক্ষ। লিপি লিলিয়ান রোজারিও নারীপক্ষ সদস্য সহকারি ব্যবস্থাপক নারী এগিয়ে চলা প্রকল্প।
১৯৮৩ সালে ৭/৮ জন নারী নিয়ে নিজস্ব অর্থায়নে গঠিত নারীপক্ষ সংগঠনটির সূচনা,পরবর্তীতে বিভিন্ন ডোনেশন এর মাধ্যমে সংগঠনটির রূপরেখা ও নারীর অধিকার নিয়ে বাস্তবায়ন। তারই ধারাবাহিকতায় কাউখালী উপজেলায় জানুয়ারি ২০২২ থেকে তরুণ নারী স্কুল কলেজের ছাত্রীদের সমন্বয়ে নারী পক্ষ।
উপস্থিত সকলের আলোচনায় মতামত শেষে বক্তব্যে-নারীর স্বাস্থ্য অধিকার, বৈষম্য,নির্যাতন,বাল্যবিবাহ,সহিংসতা রোধে সামাজিক সচেতনতা, ভূমিকা গ্রহণ সহ উপজেলার বিভিন্ন স্কুল, থানা,ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার বিষয়বস্তু এবং প্রাপ্ত ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply