নুরুজ্জামান খোকন
পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ আইনে, বিক্রেতা পরিমাপ যন্ত্রে ওজনে কম দেয়া বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অদ্য ২২ নভেম্বর শুক্রবার, সকাল ১০ ঘটিকার সময়, কাউখালী দক্ষিণ বাজার সহ বিভিন্ন মুদি ও মিষ্টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে, বিক্রিত পন্যের ওজনে কম দেয়া বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মিটারে সঠিক পরিমাপের সমস্যা দেখতে পাওয়া যায়,যাতে করে একজন ভোক্তা তার ক্রয় কৃত মূল্যের পণ্যে পরিমাণে কমপেয়ে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যাহা সরকারি আইনগত দন্ডনিয় অপরাধ। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালীন পরিমাপের ডিজিটাল মিটার ও মানদন্ডে ত্রুটি থাকার কারণে, ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৩৪০০ টাকা জরিমানা সহ সতর্কতা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সুদীপ্ত দেবনাথ,কাউখালী উপজেলা কমিশণার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়াও উপস্থিত ছিলেন,মোঃ জাহিদুল ইসলাম (সার্টিফিকেট পেস্কার) সহ কাউখালী থানা এস আই, মোঃ সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply