নুরুজ্জামান খোকন, কাউখালী।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ কে.এম আব্দুল করিম এর গত ১১ নভেম্বর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, তার রুহের মাগফেরাত কামনায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
অদ্য ১৩ নভেম্বর ( বুধবার) বৈকাল ৪:৩০ ঘটিকার সময়, কাউখালী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সংগঠনের আহবায়ক নুরুলহুদা বাবু ও সদস্য সচিব মেহেদী হাসান নয়ন, যুগ্ন আহবায়ক নুরুজ্জামান খোকন সহ সকল সদস্যের উপস্থিতিতে মরহুমের জীবদ্দশায় জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
আলোচনায়:-ঝালকাঠি জেলা রাজাপুরের সাতুরিয়া গ্রামের শিক্ষাবিদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আলহাজ্ব কে.এম আব্দুল করিম দীর্ঘবছর কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী গ্রামে নিজস্ব ভবনে বসবাস করতেন এবং সেখানে তিনি তাঁর নামে মাদ্রাসা ও এতিমখানা শিক্ষা প্রতিষ্ঠিান গড়ে তুলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে দান-অনুদান সহ গরিব অসহায় মানুষদের পাশে থেকে সাহায্য করে আসছেন। তিনি একজন দানশীল ও মানবিক মানুষ হিসেবে পরিচিত।
এছাড়াও আমরা জানতে পারি কে.এম আব্দুল করিম ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ঢাকার যাত্রাবাড়ি কাজলারপাড়ায় তাঁর নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম,মিলাদ ও দোয়া সহ আলোচনা সভা, হাদিস পাঠ প্রতিযোগিতা,গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ, কলামিষ্ট ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার এ,কে.এম. রেজাউল করিম তার পিতা মরহুম কে.এম আব্দুল করিম এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
তিনি জীবদ্দশায় মোসলেম আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও শের-ই-বাংলা এ কে ফজলুল হক রির্চাস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি, খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, খিলগাঁও মডেল হাই স্কুল এবং খিলগাঁও মডেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
অতঃপর সদস্য সচিব মেহেদী হাসান নয়ন এর পরিচালনায় দোয়া মানাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply