মোহিবুল ইসলাম, জিয়ানগর:-
পিরোজপুর জিয়ানগর উপজেলায় সশস্ত্র মাদক ব্যবসায়ী ও তেজগাঁয় থানার শ্রমিক লীগ নেতা পলাতক জসিম হাওলাদারের অপরাধের নেটওয়ার্ক এবং ক্যাডারদের সংঘবদ্ধ মহড়া চলমানে ভিতস্ত যুবসমাজ ও এলাকাবাসী।
গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনে মাদক সম্রাট জসিম পলাতক থাকলেও তার সঙ্ঘবদ্ধ বাহিনীর কর্মকাণ্ড এলাকায় চলমান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ঢাকা তেঁজগাও সাতরাস্তার মোড়ের ত্রাস ও জিয়ানগর তথা পিরোজপুর জেলার মাদকসম্রাট জসিম নামে পরিচিত। তার গ্রামের বাড়ী জিয়ানগর উপজেলার,পশ্চিম বালিপাড়া গ্রামের ৮নং ওয়ার্ড। জসিমের ঢাকার তেঁজগায় সাতরাস্তা মোড়ে ভাঙ্গারির ব্যবসা,টোকাই জসিম নামে তেজগাঁয়ে সুপরিচিত, লেখাপড়া না জানলেও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাডার পরিচয়ে টোকাই থেকে ভাঙারী ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করে মাত্র ৩/৪ বছরে কোটি কোটি টাকার মালিক বনে যায়। এছাড়াও মন্ত্রীর ক্ষমতার অপব্যবহারে তেজগাঁও থানার কাভার্ড ভ্যান শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তার নেতৃত্বে ঢাকার তেজগাঁও,পিরোজপুরসহ জিয়ানগর উপজেলা ও বিভিন্ন অঞ্চলে গড়ে তোলে সশস্ত্র ক্যাডার বাহিনী এবং মাদকের নেটওয়ার্ক। বিশ্বস্তসূত্রে জানা যায় জিয়ানগর উপজেলার পলাতক সশস্ত্র সন্ত্রাসীরা বালিপাড়া ইউনিয়নের পলাতক চেয়ারম্যান ও উপজেলার সহসভাপতি কবির হোসেন বয়াতীর নেতৃত্বে ঢাকার বিভিন্ন এলাকায় জসিমের সহযোগিতায় গোপন বৈঠক করে, এমনকি তার দলের বিভিন্ন ক্যাডারদেরকে জামায়াত- বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে ও সামাজিক সংগঠনে নানান কৌশলে ঢুকিয়ে তারা সংঘবদ্ধ হয়ে তথ্য সংগ্রহ সহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। এই নাশকতা বাস্তবায়নের মূল নেতৃত্বে জসিমকে দায়িত্ব দেয়া হয়েছে। কারন উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকা ও সকল ওয়ার্ডে জসিমের মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী সঙ্ঘবদ্ধ গ্রুপ রয়েছে।
বর্তমানে সুকৌশলে জসিম নিজ খরচে গ্রুপের অনেক সদস্যকে এলাকায় রাস্তার পাশে বিভিন্ন দোকান করে দিয়েছে, যাতে করে অপরাধের কার্যক্রম চলমান ও যুব সমাজের মাঝে মাদকের সাম্রাজ্য গড়ে তোলা। গোপন সূত্রে জানা যায় পলাতক জসিম প্রায়ই জিয়ানগর উপজেলায় অবস্থান করে তার বাহিনীকে সঙ্ঘবদ্ধ করে গোপন বৈঠক করছে। এমনকি পরিচিত ক্যাডার বাহিনী একাধিক মটর সাইকেল নিয়ে মহড়া দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তার ভয়ে জীবনের নিরাপত্তায় মুখ খুলছেনা নিরীহ জনসাধারণ।
প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি উক্ত মাদকব্যবসায়ী ও সশস্ত্র জসিম ও তার ক্যাডার বাহিনীর হাত থেকে নিরাপদ থাকতে দ্রুত আইনগত ব্যবস্হা না নিলে এলাকায় বড় ধরনের নাশকতা সহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে জানান।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply