পিরোজপুর প্রতিনিধি:-
যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা তৈরী এবং জলবায়ু সহনশীল টেকসই ব্যবসা পরিচালনার লক্ষে পিরোজপুরে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস’ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিঙ্গাপুর ভিত্তিক দাতা সংস্থা টিক-টক এর আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং ব্র্যাক জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই প্রতিনিধি আসাদুর রহমান, সাংবাদিক ইমাম হোসেন মাসুদসহ অন্যরা।
সভায় জানানো হয়, প্রকল্পের মাধ্যমে পিরোজপুরসহ দেশের ১৮টি জেলায় যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধিদের দক্ষ উদ্যোত্তা হিসেবে গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের জলবায়ু সহনশীল টেকসই ব্যবসা পরিচালনার সুযোগ ও সচেতনতা তৈরী করা হবে। পিরোজপুর জেলায় তিনটি উপজেলার ১৫০ জন যুব নারী-পুরুষ ও প্রতিবন্ধি ব্যক্তি এ প্রকল্পের সুযোগ পাবেন।