এম এ নকিব নাছরুল্লাহ, পিরোজপুর:
পিরোজপুরে সিভিল সার্জন কার্যালয় এর সহযোগিতায়, স্টুডেন্ট সোসাইটি অফ পিরোজপুরের আয়োজনে,স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ডেঙ্গুর প্রকোপ রোধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অদ্য ২৪ নভেম্বর( রবিবার) ২০২৪,সকাল ১০ ঘটিকার সময়, পিরোজপুর সদর কালেক্টর স্কুল এন্ড কলেজে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ রোধ ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আলোচনা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ কাদিরুল মুক্তাদির। বিশেষ অতিথি মোঃ মিরাজ খান, সভাপতি স্টুডেন্ট সোসাইটি অফ পিরোজপুর। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান সহ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, ফারজানা আরিফ প্রমুখ।
আলোচনায় বক্তব্যে বলেন-
বর্তমানে ডেঙ্গুর প্রকোপ রোদ ও সচেতনতা আমাদের জরুরী হয়ে দাঁড়িয়েছে। একটু অসাবধানতায় একটি জীবন চলে যেতে পারে, আমাদের সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। যাতে করে ডেঙ্গু থেকে সবাই বাঁচতে পারে এবং সুন্দর জীবন যাপন করতে পারে। বাসস্থান সহ সকল প্রতিষ্ঠানের আশপাশের ড্রেন,জলাবদ্ধতায়,ঝোপঝাড়- জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্ন সহ ডেঙ্গু মশার ডিম্বাণু নিধন কীটনাশক এবং ব্লিচিং পাউডার ব্যবহারে ডেঙ্গু মশা নিধন সম্ভব হতে পারে।
আলোচনায় আরো বলেন,যদি কোন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত বা সন্দেহ হয় অতঃপর জরুরিভাবে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে সকলকে অনুরোধ করেন।