রিপন মজুমদার, পিরোজপুর :------
৫ই আগস্ট আওয়ামী লীগ ও খুনি শেখ হাসিনার পতন সহ পরবর্তীতে সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ হলেও থেমে নেই তাদের কার্যক্রম ও গোপন বৈঠক।
গতকাল ১০নভেম্বর (রবিবার) পিরোজপুর সদর সিও অফিস সংলগ্ন,পিটিআই পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবালের নেতৃত্বে নিজস্ব বাড়িতে গোপন বৈঠকসহ পরিকল্পনা চলার খবর পান পিরোজপুর যুবদলের নেতা রিয়াজ সিকদার।ছাত্রলীগের উদ্দেশ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি জামাতের উপর আতর্কিত হামলা করা। উক্ত গোপন বৈঠকের সংবাদটি গুরুত্ব সহকারে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। অতঃপর যুবদল নেতা রিয়াজ শিকদারের নেতৃত্বে ও নির্দেশক্রমে,জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে, ছাত্রলীগ নেতা আসিফ ইকবালের বাড়ি ঘেরাও করলে, ধারালো দেশীয় অস্ত্র সশস্ত্র লাঠিসোটা ফেলে বৈঠকরত ছাত্রলীগ সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর মাহমুদ কে ধরতে সক্ষম হয়, অতঃপর স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তানভীরকে আটক করে পুলিশ নিয়ে যায়।
পিরোজপুর ছাত্রলীগের মূল উদ্দেশ্য ছিল ১০নভেম্বর তারিখ সারা দেশের ন্যায় একটি অরাজকতা ও সন্ত্রাসী কর্মকান্ড তৈরি করা,যাতে করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও বিএনপি, জামায়াতের উপর দোষারোপ সৃষ্টি হয়।
এ বিষয়ে পিরোজপুর থানা পুলিশ ইনচার্জ কে জানতে চাইলে তিনি বলেন, কিছু ছাত্রলীগ নেতাকর্মী সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে উক্ত বাড়িতে ধারালো দেশীয় অস্ত্র সহ গোপন বৈঠক অবস্থায় বিএনপি জামাত এর নেতা কর্মীর হাতে ধৃত হয়। আমরা খবর পেয়ে একজনকে গ্রেফতার করে কোর্ট জেল হাজতে প্রেরণ করি। পিরোজপুর থানা পুলিশ সতর্ক অবস্থায় আছে, আমরা বাকি অপরাধীদের আটক করে আনগত ব্যবস্থা গ্রহণ করব।