সাদী মোঃ হিমেল:
পিরোজপুরে দুই ক্ষুদে হাফেজ, নাফিউল ইসলাম নিয়াজ ও খান আহসান আহমেদ, তাদের স্বল্প সময়ে পবিত্র কোরআন মাজিদ হিফয করার জন্য সম্মানিত হয়েছেন। হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এইচডিটির পরিচালক মেহেদী হাসান সভাপতিত্ব করেন এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এবং তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই হাফেজকে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত পিরোজপুর তানজিমুর উম্মাহ মাদ্রাসার হাফেজ নাফিউল ইসলাম নিয়াজ মাত্র আট মাসে এবং খান আহসান আহমেদ নয় মাসে পবিত্র কোরআন মাজিদ হিফয করেছেন।
অনুষ্ঠানটি ইসলামিক সাংস্কৃতিক আয়োজন মধ্য দিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply