এম এ মাসুদ হাওলাদার, পিরোজপুর:-
পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষু সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি চক্ষু সেবা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ২৯ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্প কার্যক্রম সম্পন্ন হয়।
চক্ষু সেবা মেডিকেল ক্যাম্প কার্যক্রমে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি,সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস এম আবু জাফর,পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডা: আবুল বাশার , ম্যানেজার রফিকুল ইসলাম। উক্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম এ নকিব নাছরুল্লাহ, কোষাধ্যক্ষ মুক্তবার্তার বার্তা সম্পাদক,মোঃ শাহীন ফকির প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এস এম সোহেল বিল্লাহ বলেন,পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতালের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই,আমি আগামীদিনে চেষ্টা করব সাধারণ মানুষের মাঝে ফ্রি অন্যান্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে।সাধারণ সম্পাদক এস এম আবু জাফর তাঁর বক্তব্যে বলেন,পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতালের এই মহতী উদ্যোগে আমরা পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থা সম্পৃক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত,
পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আবুল বাশার বলেন,আমরা সব সময় চেষ্টা করি প্রত্যন্ত অঞ্চল সহ সাধারণ মানুষের পাশে থাকতে ও তাদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে।আমাদের এ ধরনের কার্যক্রম পিরোজপুর জেলা ও পার্শ্ববর্তী বাগেরহাট জেলায় সর্বদা চলমান থাকবে।
চক্ষু সেবা মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পরিচালনা করেন পিরোজপুর জেনারেল চক্ষু হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃআবুল বাশার। উক্ত মেডিকেল ক্যাম্পে পাঁচপাড়া বাজারের আশপাশ এলাকার প্রবীণ ও প্রান্তিক জনগণের চক্ষু চিকিৎসায় নামমাত্র মূল্যে কার্ডের বিনিময়ে রোগীদের চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হয়।