সাদী মোঃ হিমেল, পিরোজপুর:-
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ০৯ টায় পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতী আব্দুল হালিমের সভাপতিত্বে ও জাতীয় ইমাম সমিতির জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খান মো. আবু নাছের, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মোঃ সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মাদ মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ এম এ আব্দুল হান্নান,জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ ডাঃ এম এ সালাম, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন,
ঝালকাঠি জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমূখ।
এসময় বক্তারা জাতীয় ইমাম পরিষদ সমিতির কার্যকলাপ, মানুষকে ধর্মীয় শিক্ষা দেওয়া এবং দেশ ও জাতির উন্নয়নে ইমামদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ইমাম ও খতিবদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply