নাজিরপুর প্রতিনিধি-:
পিরোজপুরে সন্ত্রাসী মশিউর রহমান মিঠুর বিরুদ্ধে চাঁদা ও জীবন নাশকের হুমকি প্রদানের লিখিত অভিযোগ করলেন, সাংবাদিক ও অ্যাডভোকেট তপন কুমার ভক্ত।
গত ৬ অক্টোবর ২০২৪ বুধবার, বাদী হয়ে লিখিতভাবে পিরোজপুরের নাজিরপুর থানা ইনচার্জ বরাবর অভিযোগ করেন যে, উক্ত বিবাদী মশিউর রহমান মিঠু একজন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। ঘটনার বিবরণে তিনি বলেন বিগত ২৭/০৯/২৪ শুক্রবার দুপুর ২ ঘটিকার সময়, তিনি নাজিরপুর থানার ৭নং শেখ মাটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজলিবুনিয়া গ্রামের,চা দোকানদার ফরিদ উদ্দিন এর দোকানে বসে চা পান করা শেষে, পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম,ঠিক সেই সময়ে উক্ত বিবাদী সন্ত্রাসী মশিউর রহমান মিঠু পথ রোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নিজ এলাকা ও বাড়িতে ঢুকতে দিবে না বলে হুমকি প্রদান করেন। উক্ত সময়ে শহীদ নামে এক ব্যক্তি বিষয়টি খেয়াল করলে নিরাপত্তার জন্য আমাকে চলে যেতে বলেন। অতঃপর আমি পিরোজপুরে এসে শুভাকাঙ্ক্ষী এবং সহযোদ্ধা সাংবাদিকদের সাথে আলোচনা করে জানতে পারি ইতিপূর্বে তার বিরুদ্ধে সন্ত্রাসী,চাঁদাবাজি ও মারামারির জন্য একাধিক অভিযোগ রয়েছে। গত ৫/৮/২৪ তারিখ অভিযুক্ত মিঠু একদল সন্ত্রাসী নিয়ে,উপজেলার মৌখালী গ্রামের সুকুমার বিশ্বাসের স্ত্রীকে পিটিয়ে মারাত্মক আহত করে ও চাঁদা দাবি করে, টাকা না দিলে বাড়ি ও জমি দখল করে নিবে, সুকুমার বিশ্বাসের একমাত্র পুত্র শুভকে যেখানেই পাবে মেরে ফেলার হুমকি দেয়ায় সে পালিয়ে বেড়াচ্ছে, এছাড়াও আজলি-বুনীয়া গ্রামের মৃত রুহিদাস শিকদারের পুত্র পার্থ শিকদারকে মেরে আহত করে ৩০হাজার টাকার চাদা দাবি করে, জীবনের নিরাপত্তার জন্য দুই পরিবারের সদস্য পালিয়ে বেড়াচ্ছে।
বর্তমানে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে যেখানে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী সকল সন্ত্রাস, দুর্নীতিবাজ,চোর-ডাকাত দমনে ব্যস্ত,ঠিক তখনই অভিযুক্ত নাজিরপুরের মশিউর রহমান মিঠু এ ধরনের আইনের চোখে অপরাধি সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছে। তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তপন কুমার ভক্ত নাজিরপুর উপজেলার স্থায়ী বাসিন্দা, এ ছাড়াও জজ কোর্টের একজন সম্মানিত অ্যাডভোকেট ও পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আইন বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশ ইনচার্জ কে, জানতে চাইলে তিনি বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply