নুরুজ্জামান খোকন , পিরোজপুর:-
পিরোজপুর জেলায় তথ্য অধিকার আইন,২০০৯ এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে, জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়।
অদ্য ২৬ নভেম্বর(মঙ্গলবার) ২০২৪ সকাল ১০ ঘটিকার সময় পিরোজপুর শহরস্থ গোপালকৃষ্ণ টাউন ক্লাব ময়দানে সচেতন নাগরিক কমিটি(সনাক- টিআইবি) পিরোজপুরের আয়োজনে সনাক এর সভাপতি এমএ ফিরোজ রব্বানীর সভাপতিত্বে ২দিন ব্যাপী ২৬ ও ২৭ নভেম্বর ২০২৪ তথ্য অধিকার আইন-২০০৯ এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে উক্ত তথ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও ১মিনিট দারিয়ে নীরবতা পালন শেষে আনূষ্ঠিকতা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন,মোঃ আশরাফুল আলম খান,জেলা প্রশাসক পিরোজপুর। মোঃ সেলিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাস(সার্বিক) পিরোজপুর। এ ছাড়াও মোঃ মুকিত হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)পিরোজপুর।
আব্দুল্লাহ আল মাসুদ,জেলা তথ্য কর্মকর্তা পিরোজপুর। মোঃ মোস্তফা কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিরোজপুর।
কাজী শফিকুর রহমান, কোঅর্ডিনেটর,সিই,টিআইবি, খুলনা। অধ্যাপক শাহআলম, আফতাব উদ্দিন ডিগ্রি কলেজ পিরোজপুর সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
“চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ বলেন-তথ্য অধিকার আইন একটি ব্যতিক্রমী আইন, এতে কিছু বিশেষ দপ্তর ব্যতিরেকে তথ্য অধিকার আইনে যে কোন বিষয় জানা দেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। সরকারি কোন দপ্তরে সেবা গ্রহীতা কোন তথ্য জানতে চাইলে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেবা দাতা তা জানাতে বাধ্য থাকিবে। শিক্ষা,স্বাস্থ্য ও ভুমি এই তিন দপ্তর খুবই গুরুত্বপূর্ণ। এ সকল দপ্তরের নিয়ম কানুন সম্পর্কে জনসাধারণ তেমন কোন তথ্য জানেনা। তা ছাড়া অধিকাংশ গ্রাম অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত দপ্তরে সেবা পেতে তাদের সম্যক ধারণা নেই বলে চলে।
সেবা পেতে সেবা গ্রহীতা ও সেবা দাতা সেতুবন্ধন হিসেবে কাজ করবে এ আইনে তা বলা আছে।
বিবেক,বাক ও চিন্তার স্বাধীনতা
এ আইনে সুচিন্তিত মত দিয়েছেন,তথ্য অধিকার আইনকে মানবাধিকার আইন হিসেবে ঘোষণা করা হয়েছে। সৎ,নীতিবান ও ন্যায়পরায়ণ হলে সকল ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। সকল অগ্রগতির অন্তরায় হলো দুর্নীতি। নিজেরা দুর্নীতিমুক্ত থাকি দুর্নীতিকে না বলি বক্তব্যে বলেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply