(মঠবাড়িয়া প্রতিনিধি)
পিরোজপুর জেলার বৃহত্তর উপজেলা মঠবাড়িয়াস্হ ৭নং বেতমোর ইউনিয়নের কোন অধিকার পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত আহ্বায়ক কমিটি আরামবাগ হিসেবে মনোনীত হন জাহিদুল ইসলাম রুম্মান (প্রবাসী) এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন ডাক্তার আলামিন হোসাইন।
রোজ বুধবার(১৩নভেম্বর) বেতমোর বাজারের গণ অধিকার পরিষদ কার্যালয়ে উক্ত আহ্বায়ক গঠিত হয়।
“”জনতার অধিকার, আমাদের অঙ্গীকার””, উক্ত স্লোগানকে প্রতিপাদ্য করে ,গণতন্ত্র ও ন্যায়বিচারের অধিকার,জাতীয় স্বার্থকে সমুন্নোত রাখার প্রয়াসে
সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু প্রতিষ্ঠিত অধিকার পরিষদের ব্যানারে বেতমোর ইউনিয়ন কমিটি গঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলার ৭নং বেতমোর ইউনিয়ন এর উক্ত আহ্বায়ক কমিটি ৬ মাসের জন্য ঘোষণা করা হয়। গণ অধিকার পরিষদ বেতন ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দদের নাম নিম্নরূপ:
১।আহবায়ক :-জাহিদুল ইসলাম রূম্মান ভাই (প্রবাসী)
২।সদস্য সচিব :-ডা: মোঃ আল আমিন হোসাইন
৩।সিনিয়র যুগ্ন আহবায়ক :-মো: কামাল দফাদার
৪।সিনিয়র সদস্য সচিব:-মো:ফিরোজ
মঠবাড়িয়া উদয়ন স্কুলের সম্মানিত শিক্ষক মো:মিজানুর রহমান স্যার ও সভাপতি কামাল মৃধা,আলামিন সাইফি , মো:বেলাল , শাহাদাত প্রমুখ নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে আহ্বায়ক কমিটির মনোনীত সকলকে বরণ করেন।
গণ অধিকার পরিষদ বেতমোর ইউনিয়নের নবনির্বাচিত সদস্য সচিব ডাঃ আল আমিন জানান, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু এর আদর্শে এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নে জনগণের কল্যাণে কাজ করে যাব নিরলস ভাবে।
আমরা আগামী তরুণ প্রজন্ম মঠবাড়িয়া তথা বেতমোর ইউনিয়নকে একটি বৈষম্য বিরোধী ,উন্নয়নমূলক জনপথে পরিণত করব ইনশাল্লাহ।
সদস্য সচিব আল আমিন আরও জানান, গণ অধিকার পরিষদ বেতমোর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি আংশিক প্রকাশ করা হয়েছে এবং আগামীতে খুব শীঘ্রই কমিটির অন্যান্য সদস্যদের নামও প্রকাশ করা হবে।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply