(মোঃ মাসুদুর রহমান )
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড,ছোটজুজখোলা নিবাসী, বিশিষ্ট আলেমে দ্বীন, দূর্গাপুর-চুঙ্গাপাশা আলীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক, সরদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোহরাব আলী সরদার ইন্তেকাল করেছেন।
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
উনার পরিবার সূত্রে জানা যায়, তার দ্বিতীয় ছেলে শরিফুল ইসলামের কর্মস্হল নোয়াখালীতে অবস্থানরত অবস্থায় গতকাল রোজ মঙ্গলবার (১২ নভেম্বর)দিবাগত রাতে স্ট্রোক করেন।
আজ সকালে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে এম্বুলেন্সে যোগে স্বজনরা নিয়ে আসতেছিন । প্রতিমধ্যে কুমিল্লা পর্যন্ত পৌঁছানোর পরে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় মাওলানা সোহরাব আলী সরদার ইন্তেকাল করেন।
ছোটজুজখোলাস্ত তার নিজ এলাকাবাসী জানান, তিনি একজন আদর্শবান, ধার্মিক এবং ভালো মনের মানুষ ছিলেন।
এলাকাবাসী ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং উনার শোক সম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম মাওলানা সোহরাব আলী সরদার দীর্ঘদিন দুর্গাপুর-চুঙ্গাপাশা আলীয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। সেই সাথে তিনি ছোটজুজখোলাস্থ্ সরদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বও পালন করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে,নাতি-নাতনি, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সহ বহু গুণগ্রাহী রেখে যান।