পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ১৬ বছর পরে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০২ নভেম্বর) সকালে জাতীয় ইমাম সমিতির আয়োজনে ইন্দুরকানী উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ইমাম সমিতির পিরোজপুর জেলা সভাপতি মুফতি মাওলানা. আব্দুল হালিম ও ইসলামি আলোচক মওলানা. ইয়াহইয়া হাওলাদার। সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি আবদুল জলিল হাওলাদার ও সঞ্চালন করেন সেক্রেটারি মাওলানা. জামাল হোসাইন।
এসময় আরও বক্তব্য রাখেন, ইমাম সমিতির জেলা উপদেষ্টা মো: হাবিবুর রহমান, উপজেলা উপদেষ্টা মো: তৌহিদুর রহমান রাতুল, মাওলানা. সরোয়ার হোসেন, মাওলানা. আবু হানিফ, মাওলানা. ফারুক হোসেন, সহ সভাপতি মাওলানা. আবদুল হাই, মাওলানা. তাওহিদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা. খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা. মো: আলতাফ হোসাইন, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা.মো: হারুন অর রশিদ, মুফাচ্ছির পরিষদের জেলা সদস্য মাওলানা. জুনায়েদ আল হাবিব, বালিপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা. রেদওয়ানুর রহিম, পত্তাশী বাজার মসজিদের ইমাম মাওলানা. ফয়সাল, চন্ডিপুর বাজার মসজিদের ইমাম মওলানা. নুরুল আমিন, ইমাম মাওলানা. শওকত আলী, ইমাম মাওলানা আমিরুল ইসলাম, সেউতিবাড়িয়া মসজিদের ইমাম মাওলানা. মাসুদসহ আরওঅনেকে।
বক্তারা প্রত্যেক ইমামকে সরকারি ভাবে ভাতা দেয়ার দাবী জানান। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ারও আহবান জানানো হয়। বিগত অবৈধ সরকারের সময় এই উপজেলায় কোনো ইমামদের সম্মেলন হয়নি। প্রায় ১৬ বছর পরে এই ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন এসব বক্তাগণ।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply