শাহিন ফকির পিরোজপুর।
সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ সম্পাদক আলমগীর হোসেন
গতকাল রবিবার ২৯ ডিসেম্বর পিরোজপুর উপজেলা পরিষদের "শহীদ ওমর ফারুক মিলনায়তনে" ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক অডিট বিভাগের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদেরকে স্বপ্ন দেখতে হবে। যারা স্বপ্ন দেখতে জানে না তারা বড় ব্যবসায়ী হতে পারে না। তিনি অনেক সামান্য ও সাধারণ মানুষ কিভাবে বড় বড় ব্যবসায়ী হয়েছেন তার উদাহরণ উল্লেখ করেন। তিনি ব্যবসায়ীদেরকে ব্যবসায় করার পাশাপাশি দান সদাকার হাতকে প্রসারিত করার ব্যাপারে তাকিদ করেন। তিনি বলেন, আমরা ব্যবসায় করব বড় ব্যবসায়ী হব এবং আমাদের হাতকে দানের জন্য প্রসারিত রাখবো। তিনি ব্যবসায়ীদের ব্যাপারে কোরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি উল্লেখ করেন।
সকাল এগারোটায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য পেশ করেন আইবিডব্লিউএফ এর পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা শাখার সভাপতি ডঃ আব্দুল্লাহ হীল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার। আইবিডব্লিউএফ এর আজীবন সদস্য আবুল কালাম আজাদ। এতে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে উপজেলার প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, আমাদের কাজ দুইটি ১. ব্যবসায়ীদেরকে ইনফরমেশন এবং টেকনোলজি সম্পর্কে তথ্য সাপ্লাই করা। ২. ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা। ব্যবসায়ীদেরকেও জানতে হবে। তিনি বলেন, "আল্লাহ বলেছেন পড়ো"। এই আয়াত আল্লাহ ব্যবসায়ীদেরকেও পড়তে বলেছেন। এখানে পড়া মানে হলো জানতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে। তিনি বলেন, কোরআন হাদীসের কোথাও কম উপার্জনের কথা পাবেন না। অর্থ উপার্জন করতে হবে এবং মানব কল্যাণে ব্যয় করতে হবে এটাই ইসলামের নির্দেশ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সকলকে আগামী দিনে যাতে সকলে ভালো ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন সেই আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন বলেন, ব্যবসা হল সুন্নাত। রাসূল সাঃ সহ সাহাবাগণ ব্যবসা করেছেন। আল্লাহ এবং রাসূলের নির্দেশমতো ব্যবসা করতে পারলে এটি দ্বারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধিত হয়। তিনি সকলকে হালাল-হারাম মেনে ব্যবসা করার জন্য আহ্বান জানান।
আইবিডব্লিউএফ এর স্লোগান হলো "টাকা মাত্র দশ হাজার' 'খুলবে ব্যবসার দ্বার"। তারা মানুষদেরকে স্বল্প পুঁজি নিয়ে মেধা আশ্রম এবং নতুন নতুন আইডিয়ার মাধ্যমে কিভাবে বড় ব্যবসায়ী হওয়া যায় সেই ব্যাপারে উৎসাহিত করেন।
প্রধান অতিথি ডঃ আব্দুল্লাহ হিল মাহমুদকে সভাপতি এবং আলমগীর হোসেনকে সম্পাদক করে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটি কমিটি ঘোষণা করেন।
অধ্যাপক সোহরাব হোসেন জুয়েল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করেন পিরোজপুর সংস্কৃতি কেন্দ্রের সুরের ছোঁয়া শিল্পীগোষ্ঠী শিল্পীবৃন্দ।