মোঃ মাসুদুর রহমান, পিরোজপুর:-
গত ২৪শে ডিসেম্বর, মঙ্গলবার, ক্যামব্রিজ আইডিয়াল একাডেমি কর্তৃক এক বর্ণাঢ্য বিজয় উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি একাডেমি প্রাঙ্গণে, শিকদারমল্লিক ইউনিয়নের ছোট জুস ক্লাস সংলগ্ন বকুলতলা বাজারে অনুষ্ঠিত হয়।
ইসলামিক শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করেন। উৎসবটি এক আনন্দঘন পরিবেশে সকলে উপভোগ করেন।
অনুষ্ঠানে, একাডেমীর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল কোভিদ তার বক্তব্যে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি ক্যামব্রিজ আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠার স্বপ্ন ও লক্ষ্যের কথা উল্লেখ করে বলেন যে তারা ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছেন এবং সকলের কাছ থেকে যে সাড়া পাচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কুরআন ও সুন্নাহর আলোকে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাদের প্রস্তুতির কথাও জানান।
একটি বিশেষ ঘোষণা হিসেবে, তিনি জানান যে আগামী শিক্ষাবর্ষ থেকে আল কুরআন শেখার জন্য একটি বিশেষ ‘নূরানী বিভাগ’ চালু করা হবে, যা সকলের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
তিনি প্রতিষ্ঠানের অন্য দুই পরিচালক জনাব জাকির হোসেন এবং জাহিদ হোসেনের কাজের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সাঃ) হামদ সহ বিভিন্ন ইসলামিক পরিবেশনা করে। এছাড়াও, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।