মোঃ নুরুজ্জামান খোকন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(BMSF) এর সদস্য, বিভিন্ন জেলায় অবস্থিত তিনটি ক্লাবের সাংগঠনিক নেতৃত্ব পাওয়ায় "ত্রিরত্ন" হিসেবে আখ্যায়িত করলেন আহমেদ আবু জাফর চেয়ারম্যান, বিএমএসএফ।
পিরোজপুর জেলা প্রেসক্লাবে ৫ম বারের মতো এস এম তানভীর হাসান নবনির্বাচিত সাধারণ সম্পাদক হলেন,ইতিপূর্বে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। মো:কাদের পলাশ বিএমএসএফ এর চাঁদপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবং জেলা বরগুনা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার এ্যাডভোকেট সোহেল হাফিজ। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও বিএমএসএফের বাগেরহাট শাখার সাধারণ সম্পাদক এশিয়ান টিভির মো: কামরুজ্জামান বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি, নীলফামারী বিএমএসএফের সাধারণ সম্পাদক বিটিভি ও মানবকন্ঠের নুর আলম নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংগঠনের চেয়ারম্যান, আশাবাদী এসকল সদস্যের নেতৃত্বে পেশার অধিকার এবং আত্মমর্যাদা রক্ষায় বাংলাদেশের সাংবাদিকদের ১৪দফা দাবি আদায়ের আন্দোলন স্বস্ব জেলায় ভুমিকা পালন করবে। অতঃপর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এই তিনজনকে সংগঠনের "ত্রিরত্ন" হিসেবে আখ্যায়িত ও সকলের প্রতি দোয়া কামনা করেন।