মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর:-
পিরোজপুর নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নে,বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা অভিযানে ১৬ কেজি গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ী আটক।
অদ্য ০৪ ডিসেম্বর(বুধবার) ২০২৪ তারিখ সকালে পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা কালে মোঃ খায়রুল ইসলাম (৪০),পিতা মৃত: আ: হাকিম কে ২নং সোহাগদল, নেছারাবাদ আসামীর নিজ বাড়ি হতে ১৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৯(গ) ধারায় নেছারাবাদ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশ কর্মকর্তা মোঃ বনি আমিন কে জানতে চাইলে তিনি বলেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম একটি অভিযান পরিচালনায় ১৬ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।