পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলাকে মাদক , সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, কিশোরগ্যাং, সংখ্যালঘু ও নারীর প্রতি যে ধরনের সহিংসতা ও অপরাধমুক্ত রাখতে পিরোজপুরের ইন্দুরকানী থানায় গতকাল (২১ ডিসেম্বর) সকাল ১১.০০ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র মাসুদ সাঈদী। এছাড়া এলাকার সাধারন মানুষ, স্হানীয় নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিরোজপুর জেলা পুলিশ মাদক, সন্ত্রাস সহ সকল অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। মাদক সেবীদের ডোপ টেস্টের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মাদকের মামলায় মাদকের উৎপত্তি খুঁজে বের করে কারবারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, “সমাজের সকল ধরনের অপরাধ প্রতিহত করার লক্ষ্যে সমাজের ভালো পেশার মানুষদেরে বিশেষ করে ছাত্র-শিক্ষক, ইমাম, সাংবাদিকদের নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে পুলিশকে তথ্য দিয়ে অপরাধীদের আইনের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে। মাদকের প্রতি আসক্ত হওয়ার মূল কারণগুলো ও সমাজের সামাজিক ব্যাধীগুলো যেমন পারিবারিক কলহ, জমিজমা নিয়ে দীর্ঘদিনের মামলা, প্রতিবেশীর সাথে তিক্ত সম্পর্ক, হয়রানিমূলক মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য প্রদান, নারীদেরকে পৈত্রিক ওয়ারিশ ও ন্যায় থেকে বঞ্চিত করা, যৌতুক নির্মূল সহ সকল অপরাধ প্রতিহত করতে সকল শ্রেনীপেশার মানুষদের এগিয়ে আসতে হবে।”