মো: নুরুজ্জামান খোকন, পিরোজপুর:-
পিরোজপুর সদর আর্মি ৩৫ বীর বিক্রম ক্যাম্পের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অদ্য ০৯ ডিসেম্বর (সোমবার)২০২৪ তারিখ, রাত ৮:৪৫ ঘটিকায় সেনা ক্যাম্প থেকে নিয়মিত টহলরত অবস্থায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে পিরোজপুর মধ্যরাম্তা চৌকিদার পাড়াস্হ থানা: পিরোজপুর সদর,ডাকঘর: পিরোজপুর সদর,০৫ নং ওয়ার্ডের (আসামী) ওবায়দুল কাইয়ূম শেখের নিজ দখলে বসত ঘরে লে: এস কে আদনান মাহমুদ ৩৫ বীর (সা:ব্যাটা:) এর নেতৃত্বে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসা থেকে মাদক বেচাকেনার আলামত পাওয়া যায়। অতঃপর মো: ওবায়দুল কাইয়ূম শেখ (৪৫) এবং মো: সাকিব শেখ (২৩) নামের দুইজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা নগদ ৫৫০৫০ টাকা ও মাদকদ্রব্য ১০০ গ্রাম গাজা,১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ দিন যাবৎ এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসতেছে।
যৌথ বাহিনীর অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল ১০০গ্রাম গাজা,১০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৫০৫০ টাকা এবং আসামিদের পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশ কর্মকর্তা বলেন,উক্ত দুই আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে,তদন্ত সাপেক্ষে আরো সম্পৃক্ত ব্যাক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।