মো: নুরুজ্জামান খোকন , পিরোজপুর:-
৮ ডিসেম্বর,১৯৭১সালে পাক হানাদার মুক্ত লাল সবুজের পতাকায় এই সময় পিরোজপুর পাক হানাদার মুক্ত হয়। বিজয়ের উল্লাসে এই দিনটি ইতিহাসে স্মরণীয়। তাই আনুষ্ঠানিকভাবে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর উপস্থিতিতে বীর শহীদদের স্মরণে দিনটি পালিত হয়।
অদ্য(রবিবার) ৮ডিসেম্বর ২০২৪ ইং সূর্যোদয়ের সাথে সাথে, পিরোজপুর শহরের শহীদ ভাগিরথী চত্বরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ১৯৭১র বীর শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ও জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন,অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা,ওসি ডিবি পিরোজপুর সহ বীর মুক্তিযোদ্ধা,বিভাগীয় কর্মকর্তা, সেনাবাহিনী ও ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক সংগঠন সহ প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক কর্মীবৃন্দ। অতঃপর সকলের উপস্থিতিতে দুপুর ১২ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত বক্তব্যে বলেন,১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা এবং দেশকে পাকহানাদার মুক্ত করতে শহীদ বীরদের কৃতজ্ঞতা ও স্বরণে অবদান তুলে ধরেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply