পিরোজপুর প্রতিনিধি :
মহান বিজয় দিবস আজ সোমবার (১৬ ডিসেম্বর)। এটি বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদারমুক্ত বাংলাদেশ রাষ্ট্রের।
শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধহত মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা উপলক্ষে সোমবার ১৬ ডিসেম্বর সকাল ১০ : ০০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, পিরোজপুর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর বদরুল আলম বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন, পিরোজপুর শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন,প্রথম নির্বাচিত সেক্টর কমান্ডার আহম্মদ শহিদুল হক,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান দরানী,যুদ্ধহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।