মো:মুন্না শেখ কচুয়া বাগেরহাট প্রতিনিধি।
তৃণমূলের মানুষের কাছে ‘বৈষম্যবিরোধী’ শব্দের ব্যাখ্যা তুলে ধরতে এবং এলাকা থেকে সকল ধরনের দখলদারিত্ব, সন্ত্রাস দুর্নীতি দূর করতে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের তুলনামূলকভাবে পিছিয়ে থাকা গ্রাম কলমিবুনিয়ার বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠক করেছেন দিব্যেন্দু দ্বীপ। দিব্যেন্দু দ্বীপ বলেন, পেশা ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ হিসেবে মর্যাদা ভিন্ন হতে পারে না। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশের মানুষ, কোনো ভেদাভেদ থাকবে না। এদেশে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু থাকবে না। কেউ যেন কারো দ্বারা আক্রান্ত না হয়, সমাজে যেন নতুন করে কোনো ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হতে না পারে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল আলম বলেন, অনুষ্ঠান এবং বিনোদনের বিষয়গুলো আমাদের সবার। হিন্দু মুসলিম ভেদাভেদ এই উপজেলায় নেই, থাকবে না। কেউ কোথাও আক্রান্ত হলে সাথে সাথে আমাকে জানাবেন। তিনি উপস্থিত সবাইকে তার মোবাইল নম্বরটি জানিয়ে দেন।
বাম থেমে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল আলম, গবেষক ও সাংবাদিক দিব্যেন্দু দ্বীপ, বিএল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মলয় মুখার্জি, কচুয়া থানার এসআই মো: জামিল; ও সেচ্ছাসেবক দল নেতা গফফার মুক্তিযোদ্ধা প্রজন্মদলের বাধাল ইউনিয়ানের সভাপতি মুন্না শেখ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
স্থানঃ শিবপ্রসাদ দাসের বাড়ি, কচুয়া বাগেরহাট। অংশগ্রহণকারীঃ কলমিবুনিয়া গ্রাম, এবং অংশত মসনী গ্রামের জনসাধারণ।