মো:নুরুজ্জামান খোকন, পিরোজপুর:-
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা টিএন্ডটি মোর সদর রাস্তায় ডিবি পুলিশ কর্তৃক সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করলে,অতঃপর জিজ্ঞাসাবাদে ৩জন ভুয়া র্যাব পরিচয়ে ব্যাক্তিকে আটক করা হয়।
অদ্য শনিবার (৭ ডিসেম্বর) ২০২৪ তারিখ, রাত ৭:৩০ সময় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পৌরসভাধীন টিএন্ডটি রোড সংলগ্ন নাইয়াবাড়ীর কালাম পোদ্দার এর বাড়ীর সন্মুখে পাকা রাস্তার উপরে সন্ধেহজনক ভাবে একটি মাইক্রো গাড়িকে,পিরোজপুর জেলা ডিবি পুলিশ এর একটি টিম দেখতে পেয়ে সন্দেহ হলে অতঃপর তল্লাশি করলে (ঢাকা মেট্রো -চ-১৯-৫৬৫৫) গাড়িতে থাকা বিভিন্ন মালামাল সহ ১/মোঃ জালাল উদ্দীন, ২/মোঃ ফরিদ হোসাইন, ৩/মোঃ সোহেল ওরফে শিপন নামে ৩জন ব্যক্তিকে আটক করে পিরোজপুর ডিবি কার্যালয় নিয়ে যায়। এবং গাড়ি তল্লাশি করে অস্ত্র সহ র্যাবের ব্যবহারিত মালামাল জব্দ করেন, যাহা- পিস্তল ১টি, হাতকড়া-২জোড়া, ওয়াকিটকি-২টি,র্যাবের কোটি -৪টি,ব্যাটেল স্টিক- ২টি এবং র্যাব লেখা আইডিকার্ড সহ আরো বেশ কিছু জিনিস জব্দ করা হয়।
ডিবি পুলিশ ধারনা করেন, আটককৃত ব্যক্তিরা ভান্ডারিয়া উপজেলাধীন যে কোন বাড়ীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো মর্মে ধারনা করা হয়।