জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার :
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল কবির লাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপি নেতা মনির হোসেন আকন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই হাওলাদার , উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমান আলী ফরাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ মেডিকেল ক্যাম্পে দেশের প্রখ্যাত অর্থোপিডিক্স সার্জন অধ্যাপক ডাক্তার রফিকুল কবির লাবুর নেতৃত্বে চর্ম ও যৌন, গাইনি, কার্ডিওলজিস্ট, মেডিসিনসহ ৮ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম অবহেলিত জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।