(সদর উপজেলা প্রতিনিধি)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন শাখার এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছোটজুজখোলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর সদর উপজেলার সভাপতি আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জামাতে ইসলামী যুববিভাগ সদর উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমেদ মাস্টার, পেশাজীবী পরিষদের শিকদার মল্লিক ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান, জামায়াত যুব বিভাগ শিকদার মল্লিক ইউনিয়ন শাখার সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ শিকদার ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম কে অধিকতর শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মপরিকল্পনা এবং দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে মোঃ সেলিম হোসেন কে সভাপতি, মোঃ মান্নান শেখ কে সাধারণ সম্পাদক এবং আবুল হাসান কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে শিকদার মল্লিক ইউনিয়ন শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শিকদার মল্লিক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের শ্রমিক সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উক্ত অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply