পিরোজপুর সদর প্রতিনিধি :
আওয়ামী লীগের নতুন কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নির্দেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শওকত ফকির, সহ-সাধারণ সম্পাদক তানভীর ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার আহমেদ শিশির, পৌর ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল খান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রহিম আকন রেজা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি হাওলাদার,সরকারী সোহরাওয়ারার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আতিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল রাজপথে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।
উক্ত কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কপিরাইট © ২০২৪ (সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা) সম্পাদক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply