পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশের সংখ্যা গরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে, শনিবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কদমতলা ইউনিয়ন শাখার সভাপতি মো:বাদশা খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. আখতার হোসেন সেন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত,জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমদ বাচ্চু,
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান, তিনি কৃষক দলের ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরেন, এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং কদমতলা ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, ২ নং কদমতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান হাওলাদার,কৃষক দলের সাধারণ সম্পাদক মো: এমদাদ খান, ২ নং কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হাসিব শেখ,
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।