পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলায় বেসরকারী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১:০০টায়, গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের পিরোজপুর এরিয়ার এরিয়া ম্যানেজার
মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মামুনুর রশিদ, আরো উপস্থিত ছিলেন -পিরোজপুর শাখার ব্যবস্থাপক পলাশ কুমার, প্রমূখ,
জাগরণী চক্র ফাউন্ডেশন ১৯৭৬ সাল থেকে এ দেশের দরিদ্র জনগোষ্ঠির আত্ম সামাজিক উন্নয়নে কাজ করছে । দেশের ৩৯টি জেলায় ২২৭টি উপজেলায় ১০,৫৪,৩৭৭ জন উপকার ভোগী সদস্যদের সাথে তাদের কাজ চলছে। ঋণ কর্মসূচীর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য-নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার নিয়ে নিরলস ভাবে তারা কাজ করছে। বর্তমানে ঋণ কর্মসুচীর সাথে আরো ৪২টি প্রকল্প /প্রোগ্রামে চলমান আছে। কর্মসূচির অংশ হিসেবে এলাকার গরীব ও অসচ্ছল সদস্যদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়।