সোহরাব হোসাইন জুয়েল , পিরোজপুর।
১৯৪১ সালে মাত্র ৭৫ জন লোক নিয়ে জামায়াত প্রতিষ্ঠা লাভ করে। ৮৩ বছরে জামায়াতের অনেক অর্জন রয়েছে। একসময় ইসলামকে হারাম মনে করা হতো। আজ ইসলামী অনেক দল প্রতিষ্ঠিত হয়েছে। আজো ইসলাম প্রতিষ্ঠা লাভ করেনি। আমাদেরকে ইসলামী আন্দোলনের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নিতে হবে। ইসলামী চরিত্র অর্জন না হলে ইসলাম কায়েম হবে না। গতকাল শনিবার (১১ জানুয়ারী) আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা কর্তৃক ২০২৫ পরিকল্পনার উপরে জেলা উপজেলা শূরা-কর্মপরিষদ সদস্যদের নিয়ে এক অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল উপরোক্ত মন্তব্য করেন।
সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা আমের অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দার্সে কোরআন পেশ করেন উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। সকল উপজেলা আমীর ও শূরা কর্মপরিষদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যাডঃ হেলাল বলেন, আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ক্ষমতায় আর ফ্যাসিস্টদেরকে আর সুযোগ দেয়া যাবে না। তিনি আগামী নির্বাচনে সৎ, যোগ্য নেতৃত্ব ক্ষমতায় আসতে পারে সেই জন্য সকলকে চেষ্টা চালাবার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসিকে মেনে নিয়েছেন কিন্তু জালেমের সাথে কোন আপোষ করেননি। জামায়াত ইসলামী আদর্শের আলোকে একদল আপোষহীন নেতা-কর্মী সৃষ্টি করেছে। তিনি আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়ার জন্য সকলকে তাগিদ করেন। তিনি দাওয়াতী কাজের উপর গুরুত্ব আরোপ করেন।
জামায়াতের ২০২৫ সালের পরিকল্পনার ভিশন হচ্ছে " মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'আলা সন্তুষ্টি অর্জন" তিনি জামায়াতের এই ভীষণের দিকে দৃষ্টি আকর্ষণ বলেন, যারা এই ভীষণ লালন করেন না তারা আল্লাহর কাছে পৌঁছাতে পারবেনা। এই ভিশন শুধু জামায়াতের ভিশন নয় এটি মানবতার ও ভিশন। এরপর তিনি উপজেলা ভিত্তিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, কোন আন্দোলনই যোগ্য নেতৃত্ব ছাড়া সফলতা অর্জন করতে পারে না। তিনি "যোগ্য সংগঠনের পরিচয়" শিরোনামে আলোচনা পেশ করতে গিয়ে সূরা নাহলের ৭৩ নম্বর আয়াত উদ্ধৃত করেন। যেখানে আল্লাহ তালা বলেন," আর আমি তাদেরকে নেতা বানিয়ে দিলাম তারা আমার নির্দেশ অনুসারে প্রথম নির্দেশনা দিত এবং আমি তাদেরকে ওহীর মাধ্যমে সৎ কাজের, নামাজ কায়েম করার ও যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছিলাম এবং তারা আমার ইবাদত করতো"। তিনি এই আয়াত অংশ থেকে একজন যোগ্য দায়িত্বশীলের দায়িত্বসমূহ তুলে ধরেন। একজন যোগ্য দায়িত্বশীল অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি জনম সৃষ্টি করবেন, জনগণকে ঐক্যবদ্ধ করে ইসলামের পথে পরিচালিত করবেন, জনগণকে মাঝে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ও ভয়-ভীতি দূর করবেন, নামাজ কায়েম করবেন যাকাত প্রদানের উদ্বুদ্ধ করবেন। এভাবে যোগ্যতার সাথে ইসলামিক সমাজ বিনির্মাণে সমাজ সংস্কার করবেন। জনগণের সামনে ইসলামের যুগ উপযোগী করে উপস্থাপন করবেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ওরিয়েন্টেশন প্রোগ্রামের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং শিক্ষা গ্রহণ করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পিরোজপুর সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করেন।