মোঃ নুরুজ্জামান খোকন, পিরোজপুর ।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অদ্য ১৩ জানুয়ারি (সোমবার) ২০২৫ তারিখ, সকাল ১০:৩০ ঘটিকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার,ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আনওয়ারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ভান্ডারিয়া ওভারব্রিজ হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে পুনরায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরবর্তীতে উপজেলা সভা কক্ষে, নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তব্য বলেন "এসোদেশ বদলাই,পৃথিবী বদলাই"
২০২৫ এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত এর মধ্য দিয়ে তারুণ্যের পদযাত্রা, ৩০শে ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু হয়েছে,এই কর্মসূচি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। তিনি আরো বলেন তারুণ্যের খেলাধুলার প্রসারে ক্রীড়া টুর্নামেন্ট ও ক্রিকেট টুর্নামেন্ট যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও ব্যবসার প্রসারে গ্রাম অঞ্চলের ঐতিহ্য খাবারের স্টল হবে যা দেশীয় সাংস্কৃতিকে তুলে ধরবে। এছাড়াও বিভিন্ন চিত্রাংকন সহ শিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে। যাতে করে তরুণরা লেখাপড়ায় মনোযোগী ও হাতে-কলমে জ্ঞান সম্পন্ন হবে।