মোঃ আজিম হোসেন, পিরোজপুর:-
বরিবার (৫ জানুয়ারী) মাগরিব বাদ মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্র পুর ইউনিয়নের কামলা জিলবুনিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রামচন্দ্র পুর ইউনিয়নের সভাপতি মোঃ আবুবকর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ৬ নং ওয়ার্ডের সভাপতি হিসাবে আব্দুস সোবহান শেখ ও সেক্রেটারি হিসাবে মোঃ শামিম হাসানকে মনোনীত করে ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং ৭ নং ওয়ার্ডের সভাপতি হিসাবে মোঃ সোহাগ শিকদার ও সেক্রেটারি হিসাবে মোঃ সাইদুল সরদারকে মনোনীত করে ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় ইউনিয়নের সভাপতি বলেন, ৫ আগস্টের পূর্বে আমারা একসাথে সমবেত হতে পারি নাই। মহান আল্লাহ আমাদের এরকম একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আর যেনো কোনো স্বৈরাচার এ বাংলায় আসতে না পারে এ জন্য সকলকে ঐক্য বদ্ধ থাকতে হবে।